adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বিশ্বকাপে ৩ হাজার ২৫০ সৈন্য পাঠাবে তুরস্ক

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আঙ্কারা জানিয়েছে, এসব সৈন্যের মধ্যে থাকবে দাঙ্গা পুলিশ, স্পেশাল ফোর্স এবং বিস্ফোকর দ্রব্য শনাক্তকারী বিশেষজ্ঞ। – আল জাজিরা।

চলতি বছরের নভম্বরে শুরু হবে ফুটবল বিশ্বকাপ আসর। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সয়লু জানান, টুর্নামেন্ট সামনে রেখে কাতারের নিরাপত্তাকর্মীদের ট্রেনিংও দিচ্ছে আঙ্কারা। গত মঙ্গলবার আন্তালিয়ায় এক অনুষ্ঠানে সয়লু বলেন, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বিশ্বকাপ চলকালীন দায়িত্বে থাকবেন ৩ হাজার দাঙ্গা পুলিশ অফিসার, ১০০ তুর্কি স্পেশাল ফোর্স সদস্য, বিস্ফোরক দ্রব্য শনাক্তকারী ৫০টি কুকুর ও তাদের পরিচালকারী স্টাফ এবং এই কাজে দক্ষ ৫০ জন বিশেষজ্ঞ। সয়লু বলেন, আমাদের মোট ৩,২৫০ জন নিরাপত্তাকর্মী নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে অস্থায়ীভাবে ৪৫ দিনের জন্য কাজ করবেন।

৩৮টি ভিন্ন ভিন্ন প্রফেশনাল এরিয়ায় কাতারের ৬৭৭ জন নিরপত্তাকর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক। তবে কাতার বিশ্বকাপে তুরস্কের এই অন্তর্ভুক্তিতে তাদের শেয়ারের পরিমাণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি সয়লু। উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক গাঢ় করেছে আঙ্কারা ও দোহা।

সামরিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে তারা। উল্লেখ্য, ১০ বছর আগে দোহায় সম্পাদিত চুক্তির ভিত্তিতে কাতারি সৈনিকদের প্রশিক্ষণ দিচ্ছে আঙ্কারা। কাতারে একটি সামরিক ঘাঁটিও রয়েছে তুরস্কের। ‘খালিদ বিন ওয়ালিদ’ নামে ঘাঁটিটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া