adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড ঝড়ে উড়ে গেলো ভারত

নিজস্ব প্রতিবেদক : অবিশ্বাস্য, চলমান টি- টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে ক্রিকেট বিশ্বের পরাক্রশালী ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের কাছে হেরে গেলো বিরাট কোহলির দল।

রোববার ভারতীয় ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে মুন্সিয়ানা দেখাতে পারেনি। মূলত: নিউজিল্যান্ড ঝড়েই তারা উড়ে গেছে। ক্রিকেট বিশ্বের এক নম্বর মোড়লকে ৮ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউইদের এই জয়ে কার্যত ভারতের সেমিফাইনালের পথ রুদ্ধ হয়ে গেলো। দুই দলেরই পরবর্তী প্রতিপক্ষ অনেকটাই দুর্বল আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। ভারত ও নিউজিল্যান্ড সবকটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ড চলে যাবে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে। বিদায় নিতে হবে ভারতকে।

ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১০ রানের মামুলি সংগ্রহ ভারতের। কিউই বোলিং তোপের মধ্যে কেবল জাদেজাই সর্বোচ্চ ২৬ রান করেন। ট্রেন্ট বোল্ট একাই নেন ৩ উইকেট। জবাবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া