adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে নকল করে বোলিংয়ে উন্নতি করেছে ভারত : রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: কয়েক বছরে দারুণ উন্নতি করেছে ভারতের বোলিং ইউনিট। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং দল থেকে বোলিং দল হিসেবেও নিজেদের শক্তিশালী করেছে ভারত। জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের কল্যাণে অনেক সিরিজও জিতেছে তারা। ভারতের বোলারদের উন্নতি দেখে সন্তুষ্ট রমিজ রাজা। যদিও পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, তাদেরকে নকল করে বোলারদের এমন উন্নতি করেছে ভারত।
পাকিস্তানকে বরাবরই বলা হয়ে থাকে বোলারদের দল। গ্রেট ওয়াসিম আকরাম-উমর গুল থেকে বর্তমানের শাহীন শাহ আফ্রিদি কিংবা হারিস রউফ। পাকিস্তানের জয়ে বরাবরই বড় ভূমিকা থাকে পেসারদের। বাবর আজমের দলেও রয়েছেনে বেশ কয়েকজন পেসার। – ক্রিকফ্রেঞ্জি
শাহীন আফ্রিদির সঙ্গে রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হাসান আলীরা। সবশেষ এশিয়া কাপ কিংবা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পেছনে বড় অবদান রেখেছিলেন তারা। এদিকে সবসময় ব্যাটিং দল হিসেবে খ্যাতি পাওয়া ভারত বদলে গেছে সবশেষ কয়েক বছরে। আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে বের করে এনেছে এক ঝাঁক পেসার।
জসপ্রিত বুমরাহ থেকে মোহাম্মদ শামি, সিরাজ, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিকরা দাপট দেখাচ্ছেন ভারতের জার্সিতে। দারুণ বোলিং ইউনিটের সুফলও পাচ্ছে দেশটি। ভারত ও পাকিস্তানের বোলিং ইউনিটের সঙ্গে তুলনা করতে গিয়ে রমিজ জানান, রউফকে দেখে উমরান আর শাহীন আফ্রিদিকে দেখে আর্শদীপকে নিয়ে এসেছে ভারত।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, আমি প্রায়ই অনুভব করি ভারত পাকিস্তানকে দেখেছে এবং তাদের বোলিং আক্রমণকে একই ভাবে তৈরি করেছে। হরিস রউফের মতো পেস বোলিং করেছে উমরান মালিক, শাহিন আফ্রিদির মতো বাঁ-হাতি অ্যাঙ্গেল নিয়ে এসেছেন আর্শদীপ। ওয়াসিম জুনিয়র মিডল ওভারে চিপস ইন করেন এবং হার্দিক পান্ডিয়াও করেন। দুজনের পেস সমান। শিভম মাভিও একজন ভালো বোলারের ভূমিকা পালন করছে।

পেস বোলিংয়ে পাকিস্তানকে এগিয়ে রাখলেও স্পিনে ভারতকে এগিয়ে রাখছেন রমিজ। পাকিস্তান দলে বর্তমানে বিশ্বমানের স্পিনার বলতে কেবলই শাদাব খান। ভারতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবের মতো স্পিনাররা।

যারা কিনা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ভারত ও পাকিস্তানের স্পিন বিভাগের তুলনা করে রমিজ বলেন, ভারতের স্পিন বিভাগ পাকিস্তানের চেয়ে একটু ভালো। যখনই আমি উভয় দলকে খেলতে দেখি তখনই পাকিস্তানের কী উন্নতি করতে হবে, তা আমি সব সময়ে বলে থাকি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া