adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে আবার মসজিদে বোমা হামলা, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহারে প্রদেশের ফাতেমিহ মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে আত্মঘাতী বোমা হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় এক চিকিৎসক বিবিসিকে জানান, আহত মুসল্লিদের মিরওয়াইস হাসপাতালে নেওয়া হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন যে, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাদ খোস্তি টুইটারে বলেছন, ‘আমরা এই বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। কান্দাহার মসজিদের শিয়াদের মসজিদে এ বিস্ফোরণের ঘটনায় আমাদের দেশের অনেকে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন।’

এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৫০ জনের বেশি মুসল্লির মৃত্যু হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া