adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক দশকে ২০,০০০ আন্তর্জাতিক রান করে বিরাট কোহলির বিশ্বরেকর্ড

স্পাের্টস ডেস্ক : ব্যাট হাতে বাইশ গজে বিরাট কোহলি প্রতি ম্যাচেই রেকর্ড গড়ে চলেছেন। বুধবার পোর্ট অফ স্পেনে এক অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি আগে কেউ কখনও করেননি। এক দশকে কুড়ি হাজার আন্তর্জাতিক রান করলেন বিরাট কোহলি। সেই সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন বিরাট।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে অপরাজিত ১১৪ রান করেন বিরাট কোহলি। ১৪টি বাউন্ডারিতে সাজানো কোহলির ৪৩তম ওয়ান ডে সেঞ্চুরি। পরিসংখ্যান বলছে ২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০০১৮ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি কোহলির। এর আগে রিকি পন্টিং এক দশকে ১৮৯৬২ রান করেছিলেন।

একদিনের সিরিজ শেষে রামনরেশ সারওয়ানকে টপকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বাধিক রান এখন বিরাট কোহলির। ১৭ ম্যাচে সারওয়ানের করেছিলেন ৭০০ রান। সেখানে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে ১৫টি ওয়ান ডে ম্যাচে কোহলির রান এখন ৭৯০। তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হওয়ার আগে সারওয়ানের ৭০০ রান টপকাতে বিরাটের প্রয়োজন ছিল আর ১৪৫ রান।
ওয়ানডে ক্রিকেটে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক ৯টি সেঞ্চুরি করার রেকর্ড ছিলো শচীন টেন্ডুলকারের। বুধবার সেঞ্চুরি করে সেই রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। শচীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ৯টি ওয়ানডে সেঞ্চুরি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া