adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ম্যাচে রাখলো বোলাররা

স্পোর্টস ডেস্ক :পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওভালে প্রথম ইনিংসে শেষ বিকেলে ২১ রান করা ইংলিশ তারকা জো রুটকে তুলে নেন ভারতীয় বোলার উমেশ যাদব। তাতে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে করে ১৯১ রান।

টসে জিতে এদিন বোলিং বেছে নেয় ইংলিশরা। ক্রিস ওকস, অলি রবিনসনের বোলিংয়ে দাঁড়াতে পারেনি ভারত। ওকস ৫৫ রান খরচায় নেন ৪ উইকেট। ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রবিনসন।

ভারতের পক্ষে ফিফটি পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ৯৬ বলে ৮ চারে করেন ৫০ রান। শার্দুল ঠাকুর ৩৬ বলে ৫৭ রানের ইনিংস উপহার দেন। ৭টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। ১২৭ রানে ৭ উইকেট হারানোর পর শার্দুলের ফিফটিতে দলীয় দুইশর দিকে এগোতে থাকে ভারত। কিন্তু চার বলের ব্যবধানে শেষ তিন উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটি। ইংলিশরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে ফেলে দ্রুতই। ব্যক্তিগত ৫ রানেই রবি বার্নস বুমরাহর বলে বোল্ড হয়ে যান।

ওই ওভারেই আরেক ওপেনার হাসিব হামিদকেও (০) ফিরিয়ে দেন বুমরাহয়। এরপর রুট ও মালান জুটিতে ফিফটি পেরোয় ইংলিশরা। দারুণ ফর্মে থাকা রুটকে উমেশ যাদব বোল্ড করলে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। দিন শেষে যেখানে ইংলিশদের এগিয়ে রাখার আর উপায় নেই। মালান (২৬) ও নাইটওয়াচম্যাচ হিসেবে নামা ক্রেইগ ওভারটন (১) শুক্রবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া