adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত জয়ে মৌসুম শুরু মেসিবিহীন বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : লা লিগার মৌসুম শুরুর আগে কোচ কোম্যান মেসিবিহীন দলকে জয়ের জন্য ঝাপেিয় পড়তে বলেছিলেন। তার সেনারা কথা রেখেছেন। মেসির অভাব বুঝতে দেননি। দারুণ জয় জয় দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। তারা হারিয়ে দেয় রিয়াল সোসিয়েদাদকে। রোববার (১৫ আগস্ট) ন্যু ক্যাম্পে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-২ গোলে জয় তুলে নেয় বার্সা।

জেরার্ড পিকে এদিন বার্সাকে প্রথম লিড এনে দেন। মেম্ফিস ডিপের ফ্রিক থেকে পাওয়ার হেডে বল জালে জড়ান পিকে। এরপর মার্টিন ব্র্যাথওয়েট দুই অর্ধে একটি করে গোল আদায় করে বার্সার জয়ের পথ তৈরি করে দেন।

তবে শেষ দিকে দুই গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে দেয় সোসিয়েদাদ। ৮২তম মিনিটে জুলেন লোবেতে গোল করার তিন মিনিট পরই সোসিয়েদাদের পক্ষে ব্যবধান ৩-২ করে ফেলেন মিকেল ওইয়ারসাবাল। তাতে জমে যায় ম্যাচ। যোগ করা সময়ে বার্সার পক্ষে সার্জিও রোবের্তে গোল করেন। ফলে ৪-২ গোলে জয় নিশ্চিত হয় বার্সার।

এদিন মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন ভক্তরা। ২২ হাজার দর্শকের অনেকেই এসেছিলেন মেসির টি-শার্ট পরে। আর্জেন্টাইন জাদুকর বার্সা অধ্যায় শেষ করে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দিয়েছেন। এ মৌসুমে বার্সায় নাম লেখানো সার্জিও আগুয়েরো ইনজুরির কারণে আগেই ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান। এদিন তিনি সাইডলাইনে বসে খেলা দেখেছেন। – মার্কা/ গোল ডটম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া