adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমের সমালোচনায় বাংলাদেশ ব্যাংক গভর্নর

ছবি : ফাইল ফটো / বাংলানিউজটোয়েন্টিফোর.কমনিজস্ব প্রতিবেদক : এবার গণমাধ্যমের কঠোর সমালোচনা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার সভায় গভর্নর এই সমালোচনা করেন। সভায় তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। 
গভর্নর ড. আতিউর বলেছেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নিলেও গণমাধ্যমে এগুলোর নেতিবাচক দিক নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। অথচ ব্যাংকিং সুপারভিশন জোরদার করাসহ বাংলাদেশ ব্যাংক গত পাঁচ বছরে অনেক ভালো কাজ করলেও সেগুলো নিয়ে তেমন লেখে না। তিনি বলেন, দুই-একটি অনিয়মের ঘটনা সমস্ত ভালো কাজকে ম্লান করে দিতে পারে না।
সভায় তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ‘আপনাদের সাবধান করে দিতে চাই। 
এর পর ব্যাংকের নিয়ম-শৃঙ্খলায় কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। অসদ অন্যায় চাপ দিলে তা আপনাদের প্রতিহত করতে হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া