adv
২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে কোভিড আইসোলেশন ওয়ার্ডে ৫২ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের একটি হাসপাতালে কোভিড আইসোলেশন ওয়ার্ডে ভয়াবহ আগুনে কমপক্ষে ৫২ জন মারা গেছে। গত তিন মাসের মধ্যে কোনো করোনা ইউনিটে দ্বিতীয় অগ্নিকাণ্ড।

সোমবার রাতে দক্ষিণ ইরাকের নাসিরিয়ায় আল-হোসাইন হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামালি বলেন, আগুনে পুড়েই তারা মারা গেছে। সেখানে ৭০ জন রোগীর থাকার ব্যবস্থা ছিল। অনুসন্ধান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়েই এই আগুনের সূত্রপাত।

একই দিন সকালেও বাগদাদে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদরদফতরেও আগুন লাগে। তবে তা দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

ইরাকে চলতি বছর এ নিয়ে দুবার কোভিড হাসপাতালে আগুন লাগল। গত এপ্রিলে মজুত করা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। সে ঘটনায় আরো ১১০ জন আহত হয়েছিল।

সূত্র : আল জাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া