adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিতে ৩ জুলাই জার্মানি যাচ্ছেন শ্যুটার বাকী

নিজস্ব প্রতিবেদক : দেশসেরা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকীর প্রস্ততিতে একদমই ঘাটতি রাখতে চায় না শুটিং ফেডারেশন। তাই টোকিও অলিম্পিকে পদক প্রাপ্তির লক্ষ্যে বাকীকে সর্বত্মক প্রস্তুতি নিতে জার্মানিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন কর্মকর্তারা।

৩ জুলাই জার্মানির বিশ্বখ্যাত হ্যাঞ্জ ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে দেশ ছাড়বেন বাকী। ১২ দিনের প্রশিক্ষণ শেষে যাবেন টোকিও অলিম্পিকে অংশ নিতে। এদিকে কমনওয়েলথ গেমস সামনে রেখে সেনাবাহিনীর ১০ জন শ্যুটার নিয়ে শুরু হয়েছে ৫০ মিটার এয়ার রাইফেলের প্রশিক্ষণ ক্যাম্প।

এসএ গেমস, কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমসের মত আন্তর্জাতিক আসর থেকে পদক জয়ের অভিজ্ঞতা আছে আব্দুল্লাহ হেল বাকীর। আছে রিও অলিম্পিকে লড়াই করার অভিজ্ঞতাও। এবার সেই অলিম্পিক পদকে নজর বাকী আর তার ফেডারেশন কর্তাদের। শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তার একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা। সে কারণেই ৩ জুলাই তাকে চূড়ান্ত প্রস্তুতি নিতে পাঠানো হচ্ছে জার্মানিতে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া