adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিশিয়ানো রোনালদোর জার্সি না পেয়ে জয় তুলে প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৯ জুন) রাতে মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় পর্তুগালের বিরুদ্ধে ৪-২ গোলে জয়ী জার্মানদের পক্ষে শেষ গোলটি আসে রবিন গোসেন্সের হেডে। দুটি অ্যাসিস্ট করে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার হয়েছেন ম্যাচ সেরা।

দুর্দান্ত জয়ের পর স্কাই স্পোর্টস ইতালিয়াকে আতালান্টার এই উদীয়মান তারকা বলেন, আমি জানি না কীভাবে শুরু করবো। এই রাতটা কখনওই ভুলতে পারবো না। আমরা একটি শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছি। টুর্নামেন্টে নিজের প্রথম গোল পেয়েছি। গোল করতে সহায়তাও করেছি। আমি গর্বিত।

‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০তে হারতে হয় জার্মানিকে। তিনবারের চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবার অবস্থা হয়েছিল। আমরা জানতাম এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই। হারলে পরের রাউন্ডে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। আমরা আক্রমণ ও রক্ষণভাগে সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ম্যাচ জেতার পর সবাই খুশি।

কয়েক মাস আগে রোনালদোর মুখোমুখি হয়েছিলেন গোসেন্স। জুভেন্টাসের বিপক্ষে আতালান্টার হয়ে ম্যাচ শেষে সিআর সেভেন থেকে জার্সি চেয়েছিলেন। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী তার দিকে ফিরেও চায়নি। ইতালিয়ান দলটির সতীর্থরা বিষয়টি নিয়ে বেশ ঠাট্টা করেন। এমনকি গোসেন্সের জন্য রোনালদো একটি জার্সিও কিনে দেন তারা।
ঘটনাটি মনে করিয়ে দিয়ে এদিন জার্সি চেয়েছিলেন কি না, জানতে চাইলে জার্মান লেফট মিডফিল্ডার বলেন, না। এবার আমি

চাইনি। আমি শুধু জয়ের মুহূর্তটা উপভোগ করেছি। ২০২০ সালে জার্মানদের হয়ে অভিষেক হয় গোসেন্সের। জাতীয় দলের জার্সিতে সপ্তম ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করলেন। এরই মধ্যে ইতালিয়ান লিগে ইন্টার মিলান ও জুভেন্টাস তাকে নিজেদের করতে আগ্রহী হয়েছে। এই ম্যাচ শেষে অবশ্য জানিয়েছেন আতালান্টার হয়ে মাঠে নামতে তর সইছে না তার। আতালান্টার সমর্থকদের প্রতি বলতে চাই, তাদের অনেক ভালোবাসি। আশা করি শিগগিরই দেখা হবে। – গোল ডটকম/ আরটিভি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া