adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রোববার এক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি। এসময় বিবৃতিতে তিনি বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়ে এমন কথা উল্লেখ করেন। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়েও দেশটির প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন ব্লিনকেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটটিতে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, আপনারা যখন স্বাধীনতার ৫৩ বছর উদযাপন করছেন, তখন বাংলাদেশের গর্ব করার মত অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তিসহ গতিশীল একটি যুব জনসংখ্যা সমৃদ্ধ বাংলাদেশ দ্রুতই একটি আঞ্চলিক নেতা হয়ে উঠেছে এরইমধ্যে। মিয়ানমারের গণহত্যার সময় পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে আপনারা শরণার্থীদের প্রতি মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু সংকটের সঙ্গে খাপ খাইয়ে চলার মত সক্ষমতা অর্জনের কৌশল প্রণয়ন ও পরিবেশের স্থিতিস্থাপকতা জোরদারের ক্ষেত্রেও নেতৃত্ব দেখিয়েছে বাংলাদেশ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এবং গত পাঁচ দশকে দুই দেশের যে অর্জনসমূহ রয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। আমরা করোনা মহামারির বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারে একসঙ্গে বাস্তব পদক্ষেপ নিয়েছি।

এসময় তিনি গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরেন। সম্পাদনা: এল আর বাদল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া