adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমকে ৪টি বিষয় মেনে চলার পরামর্শ তথ্যমন্ত্রীর

image_65513_0ঢাকা: আমাদের দেশের গণমাধ্যম সীমাহীন স্বাধীনতা ভোগ করছে দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম একটি আইন দ্বারা পরিচালিত হয়। সবাইকে সেই আইনগুলো মেনেই চলতে হবে।

এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যমকে চারটি বিষয় মেনে চলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের গণমাধ্যমকে চারটি বিষয়ে গুরুত্বে দিতে হবে। বিশেষ করে কখনোই কোনো বিষয় নিয়ে মিথ্যাচার করা যাবে না। যেকোনো ধরনের গুজব প্রচার গণমাধ্যমের কাজ নয়। জঙ্গিবাদের উত্থানে সহযোগিতা করা গণমাধ্যমের কাজ নয়। এছাড়া যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়াও কোনো গণমাধ্যমের জন্য উচিত নয়। এগুলো ভুল ও অপরাধমূলক কাজ। এ কাজগুলো থেকে বিরত না থাকলে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে।”

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসিক মুক্তমঞ্চের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, “গণতান্ত্রিক দেশে গণমাধ্যম শক্তিশালী স্তম্ভ, যা গণতান্ত্রিক রীতিনীতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। আমাদের দেশের গণমাধ্যম সীমাহীন অধিকার ভোগ করলেও একটি আইন দ্বারা পরিচালিত হয় এবং এর দায়বদ্ধতা রয়েছে।”

ভূখণ্ডের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, “কিছু সম্পাদক ও সাংবাদিক গণমাধ্যমে মিথ্যাচার ছড়াচ্ছেন। যুদ্ধাপরাধীদের সঙ্গে আমরা তাদের সংযোগ দেখছি। এটা গণতন্ত্রের জন্য অশুভ। গণমাধ্যমে যারা মিথ্যাচার করছে তাদের একঘরে করেন। তা না হলে গণতন্ত্র টিকবে না এবং গণতন্ত্রের পবিত্রতা নষ্ট হবে। গণমাধ্যমে যেসব জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সহায়তাকারী ব্যক্তি অনুপ্রবেশ করেছে তাদের বের করে দিতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া