adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম কোন যুদ্ধাপরাধী বিচারের মুখোমুখি হচ্ছে

ডেস্ক রিপাের্ট : এতদিন মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হলেও এবার প্রথমবারের মতো কোন যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন অাফরোজ বলেন, এনএসঅাইয়ের সাবেক মহাপরিচালক মো . ওয়াহিদুল হকের বিরুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধাপরাধের অভিযোগ অানা হবে। এর অাগে কোন অাসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অানা হয়নি।

তিনি বলেন, ওয়াহিদুল পাকিস্তান সেনাবাহিনীতে থেকে পাকিস্তানের হয়ে কাজ করেছেন। ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টের কাছে সাঁওতাল সম্প্রদায়ের ৫০০-৬০০ নিরীহ লোককে গুলি করে মেরে ফেলার অভিযোগ রয়েছে ওয়াহিদুলের বিরুদ্ধে। এছাড়া মারার পর লাশ বেয়নেট দিয়ে খুচিয়ে বিকৃত করেন এই ওয়াহিদুল। এমনকি পেট্রোল ঢেলে লাশ পোড়ানোর অভিযোগও রয়েছে এই অাসামির বিরুদ্ধে।

তুরিন অাফরোজ অারও বলেন, ওয়াহিদুল হক তদন্তে বাধা সৃষ্টি করছিলেন। যার কারনে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।

এর অাগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের অাবেদনের প্রেক্ষিতে পরোয়ানা জারির পর বারিধারার বাসা থেকে ওয়াহিদুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অাদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া