adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বের হতে পারছেন না খালেদা

Untitled-1খালেদার বাসভবনের সামনে (গুলশান) থেকে:  নয়া পল্টনের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেও খালেদা জিয়াকে বের হতে দিচ্ছে না পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তার গুলশানের বাসার গেটই খুলতে দেওয়া হয়নি।

নয়া পল্টনের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হওয়ার জন্য খালেদা জিয়া রোববার বিকেল তিনটার আগে গাড়িতে এসে বসেন। গাড়িটি স্টার্ট দিয়ে মূল গেট পর্যন্ত কয়েক মিটার এসে ফের আগের অবস্থানে ফিরে যায়।

চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) খালেদা জিয়ার গাড়িটিকে রাজপথে নামাতে মরিয়া হলেও পুলিশ ও গোয়েন্দাদের ব্যারিকেড গলে তাদের পক্ষে রাস্তায় নামা সম্ভব হয়নি। কার্যত খালেদা জিয়ার বাসার মূল গেটই খোলা সম্ভব হয়নি।

এ সময় মূল গেটে উভয় পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলেও দ্রুত তা মিইয়ে আসে।

কিছু সময় পর খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এসে গেটে অবস্থানরত পুলিশের সাথে কথা বলেন।

এ সময় র‌্যাব-১ এর একটি দল এসে খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেয়।

এর আগে সকাল সাড়ে দশটায় নয়াপল্টনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিলো তার। পরে কৌশলগত কারণে তিনি বের হওয়ার সময়  পিছিয়ে দেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বের হওয়া মাত্র রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে নেতাকর্মীরা নয়াপল্টন অভিমুখে ছুটতে শুরু করবেন। আর সকালেই দলের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন নয়াপল্টনের আশপাশে। 

দুপুরের আগে দলটির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন ও আব্দুল লতিফ জনি জানান, হঠাৎ করে পুলিশি সতর্কতার কারণে কৌশল পাল্টেছেন তারা।

সূত্র বলছে, খালেদা জিয়া যে কোনো মূল্যে নয়াপল্টনে যাওয়‍ার প্রস্তুতি নিয়েছেন। গ‍াড়িতে চড়তে বাধা দেওয়া হলে হেঁটেই পল্টন অভিমুখে রওয়ানা হবেন তিনি। যাওয়ার পথে কোনো বাধাই মানবেন না তিনি—এমনটাই জানিয়েছেন বিশ্বস্ত নেতাদের।

সূত্র আরো বলছে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এরই মধ্যে নয়াপল্টনের আশপাশের এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান নিয়েছেন। দলীয় প্রধান নয়াপল্টনে আসামাত্র বেরিয়ে আসবেন তারাও।

এর আগে শনিবার রাত পৌনে ন’টার দিকে বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়াকে দেওয়া নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তার বাসার সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বালুবাহী ট্রাক। 

এরপর রাতেই বিএনপিপন্থি সাংবাদিকদের একটি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে জানায়, পূর্বঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির নেতৃত্ব দিতে রোববার যে করেই হোক নয়াপল্টনে যাবেনই খালেদা জিয়া।

গাড়িতে খালেদা বন্ধ গেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া