adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরাসি ওপেনে দাপট দেখানো নাদালকে হটিয়ে ফাইনালে নোভাক জোকোভিচ

স্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেনে একচ্ছত্র আধিপত্য দেখানো রাফায়েল নাদালকে চমকে দিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেট বেশ সহজেই জিতে আরেকটি ফাইনালের সম্ভাবনা জোরালো করেছিলেন স্প্যানিয়ার্ড তারকা। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে ফাইনালে পা রাখলেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন জোকোভিচ।

রোলাঁ গাঁরোয় শুক্রবার (১১ জুন) দ্বিতীয় সেমিফাইনালে আগের চারবারের চ্যাম্পিয়নকে ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪), ৬-২ গেমে হারান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জোকোভিচ। ২০০৫ সালে অভিষেকের পর ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে মাত্র তৃতীয়বার হারলেন এখানে ১৩টি শিরোপা জেতা নাদাল।

গত আসরে জিতে পুরুষ এককে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেদেরারের পাশে বসেছিলেন নাদাল। এবার টুর্নামেন্টের মাঝপথে ফেদেরার সরে দাঁড়ানোয় নাদালের সামনে সুযোগ আসে রেকর্ডটি একার করে নেওয়ার। সুযোগটি কাজে লাগাতে পারলেন না তিনি।

রোববারের (১৩ জুন) ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। একই দিনে প্রথম সেমি-ফাইনালে আলেক্সান্ডার জেভেরেভকে হারান এই গ্রিক। পাঁচ সেটের আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ে তিনি জেতেন ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ গেমে। – প্যারিসটাইমস/ বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া