adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়া খবর রুখতে নতুন পদক্ষেপ ফেসবুকের

ডেস্ক রিপাের্ট : ভুয়া খবর রুখতে আগেই লাল সতর্কীকরণ বার্তা এনেছিল ফেসবুক৷ কিন্তু এর ফলে ভুয়া খবর কমে যাওয়ার পরিবর্তে তার প্রচার আরও বেড়ে গিয়েছিল৷ এবার ভুয়া খবর প্রতিরোধে নতুন পদক্ষেপ নিল ফেসবুক কর্তৃপক্ষ৷

জানা গেছে, এবার থেকে সন্দেহজনক খবর প্রতিরোধ করতে নিউজ ফিডে তার পরিমাণ কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ৷ ভুয়া খবর প্রতিরোধের অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কারণ ফেসবুক চায় তার ব্যবহারকারীরা যেন এসব খবরগুলিকে দেখতে না পায়৷ তাই এই গল্পগুলিকে পুরোপুরি বর্জন না করে নিউজ ফিডে সেগুলির পরিমাণ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক৷

সোশ্যাল মিডিয়াগুলির তৃতীয় পক্ষ তথ্য-পরীক্ষকরা যখন একটি পোষ্টকে ভুল বলে নিশ্চিত করবে, তখন সেই নিউজ ফিডে সেই পোষ্টের দৃশ্যমানতা কমিয়ে দেবে ফেসবুক৷ এবিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘‘যেসব গল্পগুলি ভুয়া বলে নিশ্চিত করা হবে, আমরা নিউজ ফিডে সেগুলির পরিমাণ কমিয়ে দেব৷’’

নতুন প্রকাশিত আর্টিকেল দেখার জন্য এবং সেগুলি ভুয়া কি না তা পরীক্ষার জন্য মেশিনও ব্যবহার করছে ফেসবুক৷ এবিষয়ে ফেসবুকের সেই মুখপাত্র আরও বলেন, ‘‘ কোন জিনিসগুলি ভুয়ো খবর তা জানতে আমরা মেশিন শিক্ষার সাহায্য নিচ্ছি৷’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া