adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

ডেস্ক রিপাের্ট : ঘণ্টাখানেকের ব্যবধানে নেত্রকোণার তিনটি উপজেলায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আর বেশ কয়েকজন।

মঙ্গলবার বিকালে জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ, খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান ও মদন থানার ওসি ফেরদৌস আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে কেন্দুয়ায় দুজন, খালিয়াজুড়ির তিনজন এবং মদন উপজেলার দুজন।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ (৪২), কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন(২৮), মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) এবং আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮) ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর ঘণ্টাখানেকের ব্যবধানে এসব ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই কৃষক। তারা এ সময় মাঠে কাজ করছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া