adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুভেন্টাসের আধিপত্যের অবসান ঘটিয়ে ইতালিয়ান শিরোপা জিতলো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিলানের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। ১১ বছর পর তারা শিরোপা জয়ের স্বাদ পেলো। ২০০৯/১০ মৌসুমে ইতালিয়ান সিরি আ’তে শেষবার শিরোপা ঘরে তুলেছিল ইন্টার মিলান। গত এক দশকেরও বেশি সময়ে আর শিরোপার চেহারা দেখেনি ইন্টার মিলান।
এবার জুভেন্টাসের একনায়কতন্ত্রেরও অবসান ঘটাল ইন্টার। টানা ৯ মৌসুম সিরি আ’র শিরোপা জয়ী জুভেন্টাসকে হারিয়ে ২০২০/২১ মৌসুমের শিরোপা পুনরুদ্ধার করলো ইন্টার মিলান।

রোববার (২ মে) রাতে সাস্সুয়েলোর ও আতালান্তা ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। তাতেই ১১ বছর পর লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় ইন্টার মিলানের।

এদিকে শিরোপা জয়ের কাজটা আগেই সেরে রেখেছিল ইন্টার। শনিবার ( ১ মে) রাতে ক্রোতোনের মাঠে জিতেছিল ২-০ গোলে। ম্যাচের ৬৯ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান এরিকসেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ২-০ করেন আশরাফ হাকিমি।
সাস্সুয়েলোর মাঠে ম্যাচের ২২ মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় আতালান্তা গোলরক্ষক পিয়েরলুইজি গোল্লিনিকে। এক জন কম নিয়েও ৩২ মিনিটের মাথায় রবিন গোসেন্সের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আতালান্তা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫২ মিনিটের মাথায় দোমেনিকো বেরার্দির স্পট কিকে সমতায় ফেরে স্বাগতিক সাস্সুয়েলো। তবে ম্যাচের ৭৫ মিনিটের মাথায় পেনাল্টি পেলেও আতালান্তার কলম্বিয়ান ফরোয়ার্ড মুরিয়েলের শট ঠেকিয়ে দেয় সাস্সুয়োলোর গোলরক্ষক। তাতেই শিরোপা জয়ের উৎসব শুরু হয় ইন্টার মিলানে। – গোল ডটকম/ জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া