adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত’

‘বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত’নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে প্রত্যাহার করে নেওয়ার পর আবার পদ্মা সেতুতে অর্থসহায়তা করতে চাওয়ায় ‘বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাংক এখন বলছে, আমরা আসতে পারি। দুর্নীতির তদন্ত আলাদাভাবে চলতে পারে। সাধিব না, সাধিব না আর সাধিব না। একমাত্র আল্লাহ ছাড়া আর কারও সাধনা করি না। কোনো প্রভুর সাধনা আমরা করবো না।’
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মতিয়া বলেন, ‘১৯৭৪ সালে আমাদের টাকায় কেনা চালের জাহাজ আমেরিকা আটকে দিয়েছিল। ১৪ দিনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। সেসময় কিসিঞ্জার বলেছিল, বাংলাদেশ না কি তলাবিহীন ঝুড়ি। এখন তিনি বেঁচে থাকলে বলতাম, ‘ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’
বুদ্ধিজীবীদের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘কিছুলোক আছে যাদের কাজই হলো সমালোচনা করা। আগে চাল আমদানি করতে হতো। এখন স্বল্প হলেও রফতানি করছি। আমরা নাকি লস দিয়েছি। ৩২ টাকায় চাল কিনে ৩৫ টাকায় বিক্রি করা কি লস? আসলে তাদের কিছুই ভালো লাগে না। অন্যরা ভালো করলেও তাদের ঈর্ষা হয়।’
আওয়ামী লীগের প্রভাবশালী এ মন্ত্রী বলেন, ‘এলাকায় গেলে আমায় অনেকে বলেন, মোদী না কি খালেদারে ক্ষমতায় বসাবো। আমি বলি, মোদী না। ক্ষমতায় বসায় জনগণ। ষড়যন্ত্র, বোমাবাজি, ককটেল বাজি করে ক্ষমতায় যাওয়া যায় না।’
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট দাবি করে মতিয়া চৌধুরী বলেন, ‘আইএসআইয়ের পোষা ময়না, বুলি দিয়ে ক্ষমতায় আসা যায় না। জনগণের সেবা করে ক্ষমতায় আসতে হয়।’
সিপিএ ও আইপিইউতে বাংলাদেশের বিজয় নিয়ে বিএনপির সমালোচনার জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া বলেন, কেউ নাকি এগুলোর নাম শোনে নাই। আপনি পড়েন কখন। আপনার তো সাজতে-গুজতেই সময় শেষ। শত্রুর মুখে ছাই দিয়ে আমরা বিজয়ী হয়েছি। সমালোচনা করেন, আলহামদুল্লিহা। আমরা এগিয়ে যাচ্ছি।’
মতিয়া চৌধুরী বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলেন, তা করেন। যুদ্ধাপরাধীদের বিচার করছি, করবো। সন্তানহারা মায়েদের মুখে হাসি ফোটাবোই।’
এছাড়া জামায়াতের ডাকা হরতাল ব্যর্থ করার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে মতিয়া বলেন, ‘রাস্তায় গাড়ির চাপ দেখলেই বোঝা যায় হরতাল ব্যর্থ।’
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া