adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাবরের মতো কাউকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখিনি, বললেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক : গেলো কয়েক বছরে তিন ফরম্যাটেই দাপট দেখানো বিরাট কোহলিকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম।

এমন অর্জনের দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। যা কিনা পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি ও পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। বাবরের ইনিংসের পর ইনজামাম উল হক জানিয়েছেন, তিনি বাবরের মতো ধারাবাহিক কোনো ব্যাটসম্যান দেখেননি।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, পাকিস্তান দলে আমি আগে কখনও এমন ব্যাটিং দেখিনি। আপনি বাবরের প্রশংসা করে শেষ করতে পারবেন না। আমি বলেছিলাম যে পাকিস্তান দলে ব্যাটিং গভীরতার কারণে গেল ম্যাচে উইকেট হারিয়ে সে কিছুটা চিন্তিত ছিল। তবে সে আজ অনায়াসে ইনিংসটি খেলেছে

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, যেখানে শটগুলো ঠিকঠাক ছিল এবং কোনো স্লগ খেলেনি। তাকে এক নম্বর ব্যাটসম্যান বলা ভুল হবে না। বাবর যে ধরনের খেলোয়াড় তাতে শুধু পাকিস্তানের নয় বিশ্ব রেকর্ড হওয়া উচিত। আমি কখনই বাবরের মতো কাউকে এতো ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখিনি। – ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকেট পাকিস্তান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া