adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেখক-পাঠকের কাছে হার মানবে জঙ্গিরা: আনিসুল হক

anis_101048ডেস্ক রিপোর্ট : এবারের মেলার আয়োজন সব দিক থেকে ভালো হয়েছে বলে মনে করছেন লেখক-সাংবাদিক আনিসুল হক। তিনি বলেছেন, এবার মেলা জমবেই। লেখক-পাঠকের ভালোবাসার কাছে হার মানবে জঙ্গি গোষ্ঠী।

মেলার চতুর্থ দিন মেলাচত্বরে সংবাদমাধ্যমে কথা বলার সময় এ কথা বলেন এই স্বনামধন্য লেখক।

গতবার ব্লগার হত্যার ঘটনায় এবারের নিরাপত্তা নিয়ে আনিসুল হক বলেন, “বাঙালি হার না-মানা জাতি। যত বাধাই আসুক, যত চক্রান্তই হোক না কেন, পাঠক মেলায় ফিরবেই।”

আনিসুল হক বলেন, রমনা বটমূলে জঙ্গিরা আঘাত হানলেও পরের বছর সেখানে দ্বিগুণ দর্শক উপস্থিতি হয়েছে। এবারের বইমেলায়ও তাই হবে। বইয়ের প্রতি লেখক-পাঠকের ভালোবাসার কাছে হার মানবে জঙ্গি গোষ্ঠী।

বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এই আনিসুল হক বলেন, “এবারের বইমেলার আয়োজন খুব সুন্দর। সোহরাওয়ার্দী উদ্যানটাও বেশ পছন্দ করার মতো। নাট্যমঞ্চটা ভেতরে আনা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো। সব মিলিয়ে ভালো বলা চলে। মেয়েরা যেন নিরাপদে মেলায় আসতে পারে সে ব্যাপারে আমাদের লক্ষ রাখা উচিত। ভালোর আলোয় শেষ হোক বইমেলা, এটাই আমাদের চাওয়া।”

মেলার ভিন্নতার বিষয়ে আনিসুল হক বলেন, “ভিন্নতার বিষয়টি ফিজিকাল, যেমন আগে অনেক দূর হেঁটে যেতে হতো, এখন শুরুতেই মেলা। বিন্যাসটাও আগের তুলনায় ভালো হয়েছে। পাঠক যদি ভালো বইয়ের সন্ধান পান, তারা যদি বই কেনেন, আলোকিত হন, তবেই মেলার সার্থকতা।”

মেলা পরিস্থিতি

মেলার চার দিন হয়ে গেছে। কিন্তু এখনো  বেশ কিছু স্টলের নির্মাণকাজ চলছে। এগুলো মেলায় ক্ষতের মতো দেখাচ্ছে।

তবে মেলায় ছুটে আসছে পাঠক ও দর্শক। সময় গড়াতে গড়াতে মেলা জমে উঠছে। ভিড় বাড়ছে লেখক, পাঠকদের।  নবীন লেখকরা উৎসাহ-উদ্দীপনায় করছেন বইয়ের মোড়ক উন্মোচন।

আগত লোকজন মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ ঢুঁ মেরে যাচ্ছেন  সোহরাওয়ার্দী উদ্যান অংশে।   তারা বইয়ের স্টলে ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছেন  প্রিয় লেখকের বইয়ের।

শীতের হালকা আমেজে মেলায় ঘুরেফিরে বেড়ানো, আড্ডা দেয়ার জন্যও বেশ সুন্দর খোলামেলা জায়গা রয়েছে।  বন্ধুদের দলে দলে আড্ডা জমে উঠেছে মেলার ফাঁকা স্থানগুলোতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া