adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও নেই ম্যাথুজ

mathusস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও নেই ম্যাথুজপুরো সিরিজেই পাওয়া গেল না শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে। আশা করা হচ্ছিল হয়তো টি-টোয়েন্টি সিরিজেই চোট সারিয়ে ফিরবেন। কিন্তু সেই আশাতেও গুড়ে বালি! নতুন করে বাঁধিয়ে ফেলা চোটে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাচ্ছে না লঙ্কান অধিনায়ককে।

লঙ্কান দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিংহে জানিয়েছেন, শুধু টি-টোয়েন্টিতেই নয় আইপিএলের শুরুতেও থাকা হচ্ছে না তারকা অলরাউন্ডারের।  সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই হ্যামস্ট্রিং ইনজুরি। মাঝে চোট সারিয়ে ফেরার চেষ্টায় ছিলেন। কিন্তু নতুন করে বাধ সেধেছে কাফ মাসলের চোট। এই চোট প্রসঙ্গে গুরুসিংহে বলেছেন, ‘এখন যেই অবস্থা তাতে এটাই মনে হয় বাংলাদেশের বিপক্ষে ম্যাথুজের টি-টোয়েন্টি খেলা সম্ভব নয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ থাকলেও সত্যি করে বলতে আমার সেখানেও সংশয় রয়েছে। এই কারণে আইপিএল মিশনেও প্রভাব পড়বে। তার সব কিছু নির্ণয়ে ফিজিও, ট্রেইনারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় থাকতে হবে। তার যদি কোনও সিদ্ধান্ত নিতেই হয়, সেটার জন্য ফিজিওর সহায়তা লাগবেই। কারণ শতভাগ ফিট না হলে তাকে খেলতে দেওয়া হবে না।’

আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলছেন ম্যাথুজ। তার দলের প্রথম খেলা ৮ এপ্রিল। যদিও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে ছাড়তে নারাজ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনাও রাখতে হচ্ছে বোর্ডকে। তাই আইপিএলে তাকে খেলতে দিয়ে কোনও ঝুঁতি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট, ‘ম্যাথুজ সব কিছুই বুঝে। শ্রীলঙ্কার জন্য সবটাই দিতে চায়। সে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই ফিট হতে মুখিয়ে আছে।’

ম্যাথুজ আইপিএল না খেললে এবারের আসরে হাই প্রোফাইল ক্রিকেটারদের না খেলার তালিকা আরও দীর্ঘ হবে। কারণ ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থাকায় টুর্নামেন্টে থাকছেন না মুরালি বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, উমেশ যাদব, জেপি দুমিনি, কুইন্টন ডি কক, মিচেল মার্শ ও মার্টিন গাপটিল।       
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া