adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান হাসপাতালে

বিনােদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান। কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এ পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দি।

স্ট্যাটাসে বিন্দি লিখেছেন, ‘আমার বাবা চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বর্তমানে অসুস্থ। ফুসফুসে পানি চলে আসার কারণে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা সকলে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন।’

১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন দেশের অন্যতম গুণী এ নির্মাতা। ১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৭ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোক কাহিনি নির্ভর ‘সাইফুল মুলক বদিউজ্জামাল’।

ক্যারিয়ারে মোট ৫৪টি সিনেমা নির্মাণ করেছেন আজিজুর রহমান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া