adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডনির দর্শকরা ভারতীয় ক্রিকেটার সিরাজকে বলেছিলেন বাদামি কুকুর, বড় হনুমান

স্পোর্টস ডেস্ক : রোববার (১০ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকাসন থেকে উড়ে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব্য। লক্ষ্য ছিল ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ। তিনি আম্পায়ারদের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ছ’ জন দর্শককে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। কিন্তু কী বলা হয়েছিল তাকে?

সেই নিয়েই এবার মুখ খুললো বিসিসিআই এর একটি সূত্র। তারা পিটিআইকে জানালো, ‘বাদামি কুকুর, বড় হনুমান বলা হয়েছিল সিরাজকে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানালো এগুলো সবই বর্ণবিদ্বেষমূলক গালি। এর পরেই আম্পায়ারকে অভিযোগ করেন সিরাজ। ১০ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ।

শুধু সিরাজ নন, শনিবার (৯ জানুয়ারি) এই বর্ণবিদ্বেষমূলক গালিগালাজের শিকার হয়েছিলেন যশপ্রীত বুমরাও। দিনের শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানায় ভারতীয় দল। ততক্ষণে অভিযুক্তরা মাঠ থেকে পালিয়ে যায়। সে কারণেই রোববার ফের বর্ণবিদ্বেষী মন্তব্য ছুটে আসার সঙ্গে সঙ্গেই আম্পায়ারের কাছে অভিযোগ জানান সিরাজ। – জি নিউজ/ আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া