adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেট বোর্ড টি- টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে ২৯ মে

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ এর কারণে মাঝপথে স্থগিত হয়েছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল। এবার শঙ্কা তৈরি হয়েছে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই। যে আসরের স্বাগতিক ভারত। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ মাসের শেষেই।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আসছে ২৯ মে বিশেষ সাধারণ সভা ডেকেছে। যেখানে ভারতের আসছে মৌসুমের ঘরোয়া সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে।

এদিকে ১ জুন আইসিসির বৈঠক রয়েছে। সেই বৈঠকে আলোচনা হওয়ার কথা, করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব। বিসিসিআই উত্তরে কি বলবে, সেটি ঠিক করতেই ২৯ তারিখ বৈঠক বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর।

এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে যে ৯টি ভেন্যু ঠিক হয়েছিল, সেখানকার কোভিড পরিস্থিতি কেমন সে নিয়েও আলোচনা হওয়ার কথা। আলোচনা হওয়ার কথা স্থগিত আইপিএলের বাকি অংশ কোথায় আয়োজন করা যায় সে নিয়েও আলোচনা হবে। – জি নিউজ/ এডিটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া