adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলির দলকে ৯৭ রানে হারাল পাঞ্জাব

স্পোর্ট ডেস্ক : বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক রকম উড়িয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। বৃহস্পতিবার দুবাইয়ে ৯৭ রানের বড় জয় তুলে নেয় লোকেশ রাহুলের দল। যে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি গড়েছিল পাঞ্জাব।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বেঙ্গালুরু। কোহলির দলকে হতাশ করে ৩ উইকেটে ২০৬ রানের পুঁজি গড়ে পাঞ্জাব।

৭ ছক্কা ও ১৪ চারে ৬৬ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল। ম্যাচের ভাগ্য সেখানেই লিখে দেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার দুটি ক্যাচ ফেলেন কোহলি।

পাঞ্জাবের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। বেঙ্গালুরুর হয়ে শিভাম দুবে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন।

২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় বেঙ্গালুরু। ৩ ওভার বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।

এবি ডি ভিলিয়ার্স ২৮ ও ওয়াসিংটন সুন্দরের ৩০ ছাড়া বলার মতো কেউ রান করেননি। অ্যারন ফিঞ্চ তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন। কোহলি করেন ৫ বলে ১ রান।

পাঞ্জাবের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন মুরুগান অশ্বিন। ৩১ রান খরচায় ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। শেলডন কটরেল নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন লোকেশ রাহুল।

নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল পাঞ্জাব। আর নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া বেঙ্গালুরু দ্বিতীয় ম্যাচেই পেল হারের স্বাদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া