adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চারশত দুস্থ নারী ফুটবলারদের পাশে উইমেন্স ফুটবল প্লেয়ার্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনায় জীবন আজ দিশেহারা। এমন কঠিন পরিস্থিতিতে দেশের দুস্থ ও অসহায় নারী ফুটবলারদের পাশে দাঁড়ালো নারী ফুটবলারদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ এক্স উইমেন্স ফুটবল প্লেয়ার্স এসোসিয়েশন’। কমিটির সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক জাতীয় নারী ফুটবলার ও বর্তমানে ফুটবলের আলোড়ন বসুন্ধরা কিংস মহিলা টিমের প্রধান কোচ মাহমুদা শরিফা অদিতির নেতৃত্বে সংগঠনের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের প্রায় চারশত দুস্থ নারী ফুটবলারদের দিকে।

৬৪টি জেলায় অবস্থানরত সাবেক ফুটবলার, বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন এবং যারা নিজ নিজ এলাকায় বেশ পরিচিত ও সংগঠনের সদস্যদের মাধ্যমে প্রতিটি জেলায় ৫-৭জন দুস্থ নারী ফুটবলারদের ঈদ উপহার প্রদান করছে সংগঠনটি।
মানবতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিটা জেলায় দুই হাজার টাকা করে দেয়া হয়েছে। সেই টাকা দিয়ে সেমাই, চিনি, দুধ, ডিম, ডাল ইত্যাদি পণ্য কিনে কমিটির প্রতিনিধিরা জেলার ৫-৭ জনকে ঈদ উপহার প্রদান করছে। ৬৪টি জেলায় এভাবে প্রায় দেড় লখ টাকার ঈদ সামগ্রী কিনে চারশত ফুটবলারদের সহায়তা করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া