adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ সংকেতের ‘সার কথার বেশি ধার’

‘সার কথার ধার বেশি’ নাটকে কুসুম সিকদার ও মীর সাব্বিরবিনোদন ডেস্ক: সার কথার ধার বেশি- এটাই জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম। তার রচনা ও পরিচালনায় এর চিত্রায়ন হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। হানিফ সংকেত জানান, বরাবরের মতোই তার এ নাটকেও রয়েছে সামাজিক বক্তব্য। গল্পে দেখা যায়- একজন সত ও আদর্শ চরিত্রের মানুষ জামান সাহেব। কিন্তু মেজাজ অত্যন্ত খিটখিটে। যে কোনো ছোটখাট বিষয় নিয়ে সারাদিন শুধু বকবক করতেই থাকেন। তার চিতকার চেঁচামেচিতে পুরো বাড়ি তটস্থ থাকে। ভদ্রলোক ভালো কথা বললেও তার অতি কথার কারণে অনেকেই তা গ্রহণ করে না। এভাবেই নাটকের কাহিনী এগুতে থাকে। জামান সাহেব চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। মায়ের চরিত্রে শর্মিলী আহমেদ, পরিবারের একমাত্র মেয়ের ভূমিকায় কুসুম সিকদার ও মেয়ে জামাইর চরিত্রে দেখা যাবে মীর সাব্বিরকে। এ ছাড়াও অভিনয় করেছেন আব্দুল কাদের, আফজাল শরীফ, শামীমা নাজনীন, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা প্রমুখ।  নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ, কণ্ঠ দিয়েছেন কমল। এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া