adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উবার চালকরা ৮ দফা দাবিতে আন্দোলনে

ডেস্ক রিপাের্ট : রাইড শেয়ারিং অ্যাপ উবার চালকদের একাংশ আট দফা দাবিতে আন্দোলনের পাশাপাশি ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে।

সোমবার (৯ মার্চ) সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন (ডিআরডিইউ) আন্দোলনের উদ্দেশ্যে উত্তরা ১২ নম্বর সেক্টরের ন্যাশনাল ব্যাংক ভবনের নিচে উবার নিবন্ধন কেন্দ্রে একত্রিত হন।

আন্দোলনের নেতা ও উবার চালক বেলাল আহমেদ বলেন, রাইড শেয়ারিংয়ের সঙ্গে সম্পৃক্ত মোটরসাইকেল, কার ও ফুড পার্সেলসহ সব প্ল্যাটফর্ম চালকরা এ কর্মবিরতি পালন করছেন।

তিনি আরও বলেন, ন্যায্য ভাড়া আর ১২ শতাংশ কমিশনসহ আট দফা দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন করছি।

চালকদের আন্দোলনের ৮ দফা দাবিগুলো হলো—

১. মিনিট-কিলোমিটার ভিত্তি হিসাব করে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়াসহ বাইকের প্রতি ট্রিপে সর্বনিম্ন ১০০ ও কারের ক্ষেত্রে সর্বনিম্ন আয় ২০০ টাকা নিশ্চিত করতে হবে।
২. ২৫ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ কমিশন নিতে হবে।
৩. অতিরিক্ত গাড়ি যুক্ত-বন্ধসহ বিশ্বের বিভিন্ন শহরের ন্যায় রাইড শেয়ারকারী গাড়িতে স্টিকার অথবা ক্যাপ লাগানো বাধ্যতামূলক করতে হবে।
৪. সকল পর্যায়ের রাইড শেয়ারকারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. ইন্টারসিটিসহ সকল বন্ধ আইডি বিশেষ বিবেচনায় খুলে দিতে হবে।
৬. সকল দিক বিবেচনা করে ভাড়া বৃদ্ধি করতে হবে।
৭. অভিযোগ প্রমাণ ব্যতীত অ্যাকাউন্ট বন্ধ হলে বন্ধ অ্যাকাউন্টে প্রতিদিনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণসহ রাইডার কর্তৃক ক্ষয়ক্ষতি হলে তিন কার্যদিবসের মধ্যে তার ক্ষতিপূরণ দিতে হবে।
৮. নিঃস্ব মরহুম আরমানের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ প্রত্যেক রাইড শেয়ারকারীর ৫০ লাখ টাকার জীবনবীমা নিশ্চিত করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া