adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের এসআই কোহিনুর আক্তার মারা গেছেন

ডেস্ক রিপাের্ট : এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কোহিনুর আক্তার (৩২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এসআই কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাংগাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সের এক শিশু সন্তান রয়েছে।

এসআই কোহিনুরের সহকর্মী এসআই সালেহ ইমরান জানান, কোহিনুর আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গণমাধ্যমের খবর অনুযায়ি ৬২ জেলায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে চলতি বছরে ৫০ জন রোগী মারা গেছেন। এদের ঢাকা মেডিকেলে চলতি মাসে ৮ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ জন। সব মিলিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৬৯ জনে গিয়ে ঠেকেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এ সংখ্যা আরো অনেক বেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া