adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমডেস্ক রির্পোট : ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ এলাকা থেকে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভারত থেকে অবৈধভাবে দেশে আনার যশোর থেকে ঢাকায় পাচারকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকা থেকে এগুলো আটক করে চুয়াডাঙ্গা  বিজিবি-৬। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. আনোয়ার জাহিদ এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। আটক মালামালের মধ্যে রয়েছে, ৫ হাজার ৯৬৪ পিস ভারতীয় শাড়ি, ৫৭৯ পিস থ্রিপিস এবং ২ হাজার ৮৫২ বাহান্ন মিটার থান কাপড়। ট্রাকসহ মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে আনা অবৈধ পণ্য ঢাকায় পাচারের খবরে বিজিবি ঝিনাইদহের ক্যাডেট কলেজ এলাকায় তল্লাশি চৌকি বসায়। এ সময় পণ্যবাহী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যদের দেখে চালকসহ সবাই পালিয়ে যায়। পরে ট্রাক থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া