adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক গেমসের সাঁতার থেকে বিদায় আরিফুল ও জুনাইনার

স্পোন ডেস্ক : টোকিও অলিম্পিকে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা শেষ। এবারের আসরে সর্বশেষ প্রতিযোগী ছিলো সাঁতারে। হিটেই টিকতে পারলেন না দেশের কৃতি সাঁতারু আরিফুল ইসলাম।

তবে বাদ পড়লেও ছাড়িয়ে গেছেন নিজেকে। আরিফুলের এতদিন সর্বোচ্চ টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। দক্ষিণ কোরিয়ায় ২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২৪.৯২ সেকেন্ডে সময় নিলেও এবার সেটিকে টপকে গেছেন। টোকিওতে ২৪.৮১ সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়েছেন ৫০ মিটার ফ্রি স্টাইলে ইভেন্টে। এই ইভেন্টে ২৪.৭১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ক্যারিবীয়ান সাঁতারু শেন ক্যাডোগান।

এবারের অলিম্পিকে বাংলাদেশকে পদকের স্বপ্ন দেখানোদের মধ্যে ছিলেন আরিফুলও। এর আগে আর্চার রোমান সানা প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেও কানাডার কাছে হেরে স্বপ্ন ভাঙেন।

অন্যদিকে নারী ইভেন্টে হিটে জুনায়না আহমেদও নিজের পুরনও রেকর্ড ছাড়িয়ে গেছেন। আগের সেরা টাইমিং থেকে ১.১৮ সেকেন্ড ছেঁটে ফেলে ৫০ মিটার ফ্রিস্টাইলের হিট জুনায়না আহমেদ শেষ করলেন ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে। যদিও নিজের হিটে আটজনে পঞ্চম হয়েছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া