adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনের মেয়র সাদিক খান বোকা, হোয়াইট হাউসে আমন্ত্রণ নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাষ্ট্রীয় সফরে লন্ডন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে থেকেই লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন ট্রাম্প। লন্ডনে পা রেখেও সেই ধারা অব্যাহত রেখেছেন ট্রাম্প। তিনি সাদিক খানকে বোকা বলে সম্বোধন করেছেন।

এর আগে ট্রাম্পের ইংল্যান্ড সফরের বিষয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, ‘ক্রমশ বাড়তে থাকা বিশ্বজনীন বিপদের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ’। ট্রাম্পকে তিনি ‘বিশ শতকের ফাসিস্ট’ বলেও সমালোচনা করেন।

লন্ডনের মেয়রের এই ধরণের মন্তব্য একেবারেই অনভিপ্রেত বলে দাবি করে মার্কিন প্রেসেডেন্ট টুইট বার্তায় বলেন, ‘লন্ডনের মেয়র হিসেবে সবদিক থেকেই খুব খারাপ কাজ করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট আসছেন শুনে বোকার মতো খারাপ ব্যবহার করে চলেছেন অথচ ব্রিটেন আমেরিকার অন্যতম মিত্র দেশ। উনি একেবারে হেরো একটা লোক। আমার দিকে নজর না দিয়ে লন্ডনের অপরাধ দমনের বিষয়টি খেয়াল করা উচিত ওর।’

এরপর ট্রাম্পের মন্তব্যের জবাবে সাদিক খান বলেন, ‘‘আমেরিকার সঙ্গে ব্রিটেনের সুসম্পর্ক রাখা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার জন্য ট্রাম্পকে অভিবাদন জানাতে ‘লাল কার্পেট বিছিয়ে দেওয়ার’ কোনো দরকার ছিল না।’’

রবিবার রাতে ওয়াশিংটন থেকে এয়ার ফোর্স ওয়ানে রওনা দিয়ে সোমবার সকালে লন্ডন পৌঁছেন ট্রাম্প। তিন দিনের এই সফরে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। সেখানেও তার প্রেসিডেন্টের সঙ্গে সাদিক খানকে নিয়ে কথা হয় বলে পরে জানিয়েছেন জেরেমি। তিনি সাংবাদিকদের বলেন, ‘ধরে নিন হোয়াইট হাউসে উনি (সাদিক খান) আগামী দিনে আমন্ত্রণ পাচ্ছেন না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া