adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ দলের রক্ষণভাগের খেলোয়াড়দের স্কুল ছাত্র বলে কটাক্ষ করলেন সুয়ারেজ

স্পোর্ট ডেস্ক : মাঠে ছন্নছাড়া। সাজঘরেও তাই। অদ্ভুত এক ঘোরে যেন বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে লিভারপুলের কাছে ০-৪ ব্যবধানে লজ্জার হারের পর বার্সার ফুটবলারদের মনের অবস্থা কী ছিল, সহজেই অনুমেয়।

এদিকে অধিনায়ক মেসি টিম বাসে উঠেছেন কি না, সে খেয়াল কেউ করেননি। অ্যানফিল্ড থেকে বের হয়ে সোজা বিমানবন্দরে পৌঁছে যায় দল। মেসি নিজে ভেতরে ভেতরে যন্ত্রণায় কাতর হলেও, সতীর্থদের দিকে অবশ্য আঙুল তোলেননি। তবে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন লুইস সুয়ারেজ। বার্সার রক্ষণভাগের খেলোয়াড়দের ‘স্কুল ছাত্র’ বলে কটাক্ষ করেছেন তিনি।

সুয়ারেজ বলেন, ‘খুব খারাপ লাগছে। আমরা দুঃখিত। এটা এমন এক সময়, যখন আত্মসমালোচনা করা উচিত। এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনা ঘটল। পরপর দু’বার একই ভুল মেনে নেওয়া যায় না। অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সত্যিটা মুখের ওপর বলা দরকার। লিভারপুল যখন চতুর্থ গোলটা দিল, তখন আমাদের দেখে মনে হচ্ছিল, যেন জুনিয়র কোনো দল খেলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া