adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদরের জায়ানের নিথর দেহ দেখতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খুব দুরন্ত ছিল জায়ান চৌধুরী। নানী প্রধানমন্ত্রীসহ সবাইকে মাতিয়ে রাখতেন যে জায়ান, সেই শিশুটি শ্রীলঙ্কা থেকে ফিরল কফিনবন্দি হয়ে। আর শেষবারের মত আদরের নাতিকে দেখতে ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা আড়াইটার পর শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গত রবিবার ইস্টার সানডে পালনের সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন মারা যায়। আহত প্রায় পাঁচ শতাধিক।

হামলার সময় কলম্বোর একটি হোটেলে থাকা শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হন। মারা যান প্রিন্সের বড় ছেলে আট বছর বয়সী শিশু জায়ান চৌধুরী।

তিন দিন পর বুধবার দুপুর পৌনে একটায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। দুপুর দেড়টার দিকে মরদেহ আনা হয় শেখ সেলিমের বনানীর বাসায়। সেখানে জায়ানকে দেখতে যান বাংলাদেশের সরকারপ্রধান।

জায়ানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জায়ানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা গেছে, নানী শেখ হাসিনা জায়ানকে আদর করছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বনানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পিজিআর এবং এসএসএফের সদস্যরা অবস্থান নিয়েছেন শেখ সেলিমের বাসায়। আশপাশের সব ভবনে নিয়োজিত আছে পুলিশ সদস্যরা।

বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট শিশু জায়ান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া