adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার সংসদ বসার প্রথম দিন প্রতিবাদ কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : প্রথম অধিবেশন বসার মধ্য দিয়ে বুধবার বিকালে একাদশ সংসদ যাত্রা শুরু করবে। একাদশ সংসদের প্রথম দিন প্রতিবাদী কর্মসূচি দিয়েছে ৩০ ডিসেম্বরের ভোটের ফল প্রত্যাখ্যান করা বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তবে দশম সংসদের বাইরে থাকা বিএনপি বলছে, ‘ভোট ডাকাতি’ করে জিতেছে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক মিত্র দলগুলো থেকে নির্বাচিতরা শপথ নিয়ে একাদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে চললেও বিএনপির বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রিজভী বলেন, ‘ভোটের সংসদ বসছে। এই সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রেতাত্মা। এই সংসদ গণবিরোধী, এই সংসদ নিরস্ত্র ভোটারদের উপর অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর।’

‘এই কালিমালিপ্ত ভুয়াভোটের সংসদের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে।’

৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘এই সংসদ ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মিলন হিসেবে বিবেচিত হবে সর্বত্র।’

৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে জনসভার প্রস্তুতি
খালেদা জিয়ার কারাগারে যাওয়ার বর্ষপূর্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের ৭ ফেব্রুয়ারি সাজার রায় হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা। তাকে ছাড়াই এবার নির্বাচনে অংশ নেয় বিএনপি।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সারাদেশের বিভিন্ন কারাগারে বন্দি হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি।’

এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে বিএনপি চিঠি দিয়েছে বলে জানান বিএনপিনেতা রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন আবদুস সালাম, সুকোমল বড়ুয়া, নুরী আরা সাফা, সুলতানা আহমেদ, শাহানা চৌধুরী প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া