adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফকরুল বললেন -গণতন্ত্রের সব পথ বন্ধ হয়ে যাচ্ছে

mirza-fakhru)_109881নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের সব পথ বন্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করছে সরকার।

১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে শফিক রেহমানের মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্যাতন ও দমনের মধ্য দিয়ে সরকার টিকে থাকতে চায়। দেশে মানবাধিকার নেই বললেই চলে। আজ কথায় কথায় মানুষ গুম, খুন হচ্ছে।’

সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃদ্ধ বয়সে শফিক রেহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার বিষয়টি গোটা জাতিকে নাড়া দিয়েছে। তার রাজনৈতিক চিন্তার সঙ্গে একমত নয়, এমন অনেকে সোচ্চার হয়েছেন। কারণ তিনি জাতিকে সুন্দরের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন’।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অনেক পুরোনো দল। গণতন্ত্রের জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু দুর্ভাগ্য বারবার এই দলটির হাতেই গণতন্ত্রের মৃত্যু হচ্ছে।’

তিনি বলেন, ‘যে নির্বাচনে পাঁচ ভাগ মানুষও অংশ নেয়নি, অথচ সেই নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের জয়ী ঘোষণা করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘মাহফুজ আনামের বিরুদ্ধে ৮৬টি মিথ্যা মামলা দেয়া হয়েছে। এসব মামলার পর অনেক সাংবাদিকও বুঝতে পেরেছেন যে, এই সরকার ভিন্নমত পোষণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে যখন তিন বছর কারাগারে রাখা হয় তখন অনেক চুপ থাকেন। যখন মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দেয়া হয় তখন কেউ কেউ কথা বলতে থাকেন। কিন্তু এখন কথা বলার সুযোগটুকুও চলে গেছে।’ শওকত মাহমুদকে মাসের পর মাস আটক করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল আক্ষেপ করে বলেন, ‘বলতে কষ্ট হয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ভিন্নমত পোষণকারীদের ধরে ধরে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি যখন সম্মেলন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মাঠ পর্যায়ে চলে গেছে তখনই সরকার ভয়াবহ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে। বাংলাদেশের মানুষ এই পরিবেশে থাকতে অভ্যস্ত নয়’।

ফখরুল অভিযোগ করে বলেন, ‘ফখরুদ্দিনের আমলে প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করে নেয়া হয়েছে, অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা এখনো চলছে। বর্তমান সরকারের দুই মন্ত্রীকে সর্বোচ্চ আদালত সাজা ও জরিমানা করলেও তারা বহাল তবিয়তে আছেন। এই সরকারের একটি মাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গণতন্ত্রের পক্ষে আন্দোলন করছি। আমরা একা নই। সমগ্র গণতান্ত্রিক বিশ্ব আমাদের সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের পক্ষের শক্তি নিশ্চয়ই জয়ী হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র বিরোধী এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে সক্ষম হবে’।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া