adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেদেরার ও কারবার স্বাগত জানালেন নতুন নিয়মকে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে টেনিসের নতুন মৌসুমের পর্দা উঠতে যাচ্ছে। আগামী ১৪ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাাম লড়াই। আসন্ন আসরে প্রথমবারের মত জয়ী খেলোয়াড় নির্ধারণে শেষ সেটে টাই ব্রেক নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তারকা খেলোয়াড় রজার ফেদেরার ও অ্যাঞ্জেলিক কারবার বেশ সতর্কতার সাথে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

দুই খেলোয়াড় শেষ সেটে ৬-৬ গেমে সমতায় থাকলে সেট নির্ধারণীতে প্রথাগত নিয়ম ভেঙ্গে টাই ব্রেকে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেষ সেটে টাই ব্রেকে জয়ী হতে হলে কোন একজনকে অন্তত দুই পয়েন্টের ব্যবধানে ১০ পয়েন্টে পৌঁছাতে হবে। অস্ট্রেলিয়ান ওপেনে চালু হবার মাধ্যমে তিনটি গ্র্যান্ড স্লামে এখন এই নিয়ম ব্যবহৃত হবে। ব্যতিক্রম থাকছে কেবল ফ্রেঞ্চ ওপেনে।

নতুন নিয়মের কারণে ফাইনাল সেটে ম্যারাথন গেমগুলো এখন আর দেখা যাবে না। পার্থে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হফম্যান কাপে কথা বলতে গিয়ে ফেদেরার জানিয়েছেন, শেষ সেটের ম্যারাথান গেমগুলোকে তিনি বেশ মিস করবেন। পঞ্চম সেটে ৭০-৬৮ পয়েন্টগুলো আমরা মিস করবো।

অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক শিরোপায় চোখ ফেদেরারের। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলেই জানালেন সুইস কিংবদন্তি। তিনি বললেন, ব্যক্তিগতভাবে আমি সব ধরনের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারি। মূল কথা হচ্ছে, ৬-৬ থাকার সময় যে কারোরই ম্যাচটি জেতার সম্ভাবনা থাকে। সে কারণেই কিভাবে ম্যাচটি শেষ হলো সেটা আমার কাছে জরুরী নয়।

২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী অ্যাঞ্জেলিক কারবারের কাছে নতুন নিয়ম অপেক্ষাকৃত সহজ মনে হয়েছে। এই প্রসঙ্গে জার্মান তারকা বলেন, আমি সবসময়ই শারীরিক ম্যাচ পছন্দ করি। অস্ট্রেলিয়ায় খেলতে এলে অবশ্যই তাকে ফিট থাকতে হবে। এখানকার আবহাওয়া, কন্ডিশন সত্যিই কঠিন, প্রচ- গরমের সঙ্গে খেলতে প্রস্তুত থাকতে হবে। আমি এখনও জানি না, নতুন নিয়ম আমার পছন্দ হবে কি না। তবে এটি সহজ হবে। কারণ, আপনি শক্তি বাঁচিয়ে রাখতে পারবেন। সূত্র, ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া