adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমি ধনী, সুপুরুষ, গ্রেট তাই অনেকে হিংসা করে’

image_65219_0আগেরদিন রাতেও ওই ব্যাপারেই স্বপ্ন দেখেছিলেন৷ গত কয়েকমাসেও স্বপ্নে সেই ব্যাপারটাই ছিল৷ সারাদিন ভাবতেন সেটা নিয়েই৷ কিন্ত্ত আসল দিন তিনি নাকি একটুও আশা করে ছিলেন না৷ ভাবতেই পারেননি এত ভাল একটা ঘটনা তার সঙ্গে ঘটে যাবে৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কে বলা হচেছ৷ আর ঘটনা বা স্বপ্নটা হল কিছুদিন আগে  তার ব্যালন ডি'ওর জেতা৷



কেঁদেছিলেন কী ওই জন্যই? "হ্যাঁ, আসলে পুরস্কারটা শেষমেশ আমিই পাব সেটা ভাবিনি৷ অনেক অপেক্ষা করেছিলাম, চেষ্টা করেছিলাম৷ তাই হঠাত্ পাওয়া গিফটে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম৷" অকপটে বলে গেলেন রোনাল্ডো৷ ভুল একগাদা করেছেন গত বছর৷ নিজেই সেই ভুলগুলি উপলব্ধি করেছেন৷ এবার রোনাল্ডো বলছেন, "আমিও রক্ত-মাংসের মানুষ৷ তাই নিখুঁত হতে পারিনি৷ সমর্থকদের আমার উপর প্রত্যাশা অনেক জানি৷ কিন্ত্ত আমিও আমার ভুলগুলি থেকে শিক্ষা নিই৷"



এক অনুষ্ঠানে এসে বুধবার রোনাল্ডো খোলামেলাই ছিলেন৷ জানালেন অনেক মনের কথা৷ যেমন বললেন, তিনি ধনী, সুপুরুষ ও ভালো ফুটবলার বলে অনেকে তাকে হিংসা করেন৷ সঙ্গে বললেন, "যে ম্যাচে গোল করি সেই ম্যাচের পর আমি কথা বলি না৷ তবে যে ম্যাচে গোল করতে পারি না সেই ম্যাচে অনেক কিছুর জন্য মন খারাপ হয়, তাই ম্যাচের শেষে কথা বলে ক্ষমা চেয়ে নিই৷"



তিনি পরিশ্রমী৷ লোকে তাকে এই জন্যই বেশি শ্রা করে বলে মনে করেন রোনাল্ডো৷ তিনি বলছেন, "আমাকে মানুষ চেনে৷ আমি মাঠের বাইরে কথা বলতে পছন্দ করি না৷ দিনে কঠোর পরিশ্রম করি৷ বিকেলে বিশ্রাম নিই৷ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি যাতে পরদিন সকালে আবার ফিট থেকে মাঠে নামতে পারি৷"



সব কিছুর মধ্যে ছেলের জন্য তিনি সব সময় তৈরি৷ মাঠের বাইরে ছেলের সঙ্গেই সময় কাটাতে বেশি পছন্দ করেন বলে জানালেন রিয়ালের এক নম্বর তারকা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া