adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের ৫ বিএনপির ৩ জাতীয় পার্টির ১ জনসহ ১০ নিহত

ডেস্ক রিপাের্ট : নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ৩, জাতীয় পার্টির ১ জনসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ইসরাইল ওই ইউনিয়নের রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় ইসরাইল গুলিবিদ্ধ হন।

রাজশাহী : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মোহনপুর উপজেলায় নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে মিরাজ উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে মোহনপুরের পাকুন্দিয়া বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমিল্লার চান্দিনা: কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম বেলাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মজিবুর রহমান (৩৮) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এ সময় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমানের বাড়ি মুরাদনগর উপজেলার লাজুর গ্রামে।

কুমিল্লা:কুমিল্লা-১০ আসন নাঙ্গলকোটে বাচ্চু মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি: কাউয়ালীর ঘাঘরা ইউনিয়নে আ.লীগ-বিএনপি সংঘর্ষে বসির উদ্দিন নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। অঅহত হয়েছেন ১০ জন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাঁশখালী:চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের বরইতলী এলাকায় পুলিশের গুলিতে আহমদ কবির নামে জাপার এক কর্মী নিহত হয়েছে।রোববার ভোরে ডাকাতের গুজব ছড়ানোর পর সেখানে পুলিশ গিয়ে গুলি করলে ওই জাপা কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী এ দাবী করেন। তবে এ ব্যাপারে ভিন্নমত জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, রাতে কেন্দ্র দখলকে কেন্দ্র করে দু’দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। তবে নিহতের রাজনৈতিক পরিচয় আমরা পাইনি।

স্থানীয়রা জানান, ভোর রাতের দিকে আওয়ামী লীগ বাঁশখালীর বরইতলী কেন্দ্র দখলের চেষ্টা হরে। ওই সময় জাতীয় মাহমুদুল ইসলামের সমর্থকরা সেখানে গিয়ে প্রতিহত করা চেষ্টা করে। এ সময় মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেওয়ার পর পরই আওয়ামী লীগ সমর্থকরা পালিয়ে যায়। সেখানে জাপার সমর্থকরা থেকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

সুনামগঞ্জ:সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে ও নির্বাচনী আলোচনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ওই গ্রামের জায়েদ আলীর ছেলে মিস্টার মিয়া ও তার স্ত্রী রোজিনাকে আটক করেছে।

পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় দ্বীন মোহাম্মদ (২৮) নামে এক যুবলীগ কর্মী প্রাণ হারিয়েছেন। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে নিহত দিল মোহাম্মদ কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের দাবি, ওই ব্যক্তিকে বিএনপি-জামায়াতের লোকজন কুপিয়ে হত্যা করেছে।

লক্ষ্মীপর: সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। এছাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জহির গুলিবিদ্ধ হন। নিহত ওই ব্যক্তির নাম ও রাজনৈতিক পরিচয় জানা যায়নি। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল :টাঙ্গাইলের গোপালপুরে হাজী আব্দুল আজিজ (৬৫) নামের এক ব্যক্তির নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল আজিজ নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া