adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল – সিলেট সিক্সার্সে ইমরান তাহির

নিজস্ব প্রতিবেদক : বিপিএল ইতিহাসে সিলেট সিক্সার্সের পারফরম্যান্স মোটেই নজরকাড়া নয়। পঞ্চম স্থানে থেকে গেল আসর শেষ করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার শিরোপা জয়ে আটঘাট বেঁধে নেমেছে দলটি। সেই টার্গেটে আরও দুই বিদেশি ক্রিকেটার দলভুক্ত করল তারা। ড়েরায় ভেড়াল দক্ষিণ আফ্রিকার ঘূর্ণি জাদুকর ইমরান তাহির এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে।

দরজায় কড়া নাড়ছে বিপিএল। আসছে ৫ জানুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টটি। সেই হিসাবে আর মাত্র ১২ দিন বাকি। এর আগে জোর কদমে দল গোছানোর কাজ সেরে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্যতিক্রম নয় সিলেট সিক্সার্সও। সবশেষ তাহির ও নওয়াজকে অন্তর্ভুক্ত করল তারা।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টে ইমরান তাহিরের বোলিং দারুণ কার্যকর। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরিচিত নাম তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ হলেও স্পিন বিষে ব্যাটসম্যানদের নীল করে ছাড়েন এ প্রোটিয়া লেগি। তার বল খেলতে খেই হারিয়ে ফেলেন বাঘা বাঘা ব্যাটসম্যানরা।

তাহির এ পর্যন্ত ২৩১ টি-টোয়েন্টি খেলে ২৭৬ উইকেট নিয়েছেন। ঝুলিতে ৫ উইকেট রয়েছে দুবার। এখন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এমজানসি সুপার লিগে (এমএসএল) ‘নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টসে’র হয়ে খেলছেন তিনি। সেখানেও দ্যুতি ছড়াচ্ছেন। টি-টোয়েন্টির ফল নির্ধারণে বড় নিয়ামকের ভূমিকা পালন করেন লেগ স্পিনাররা। সে কারণেই মূলত তাকে বেছে নিয়েছে সিলেট সিক্সার্স।

আর বিশ্বক্রিকেটে উঠতি তারকা মোহাম্মদ নওয়াজ। স্পিনে ব্যাটসম্যানদের ঘায়েল করার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি। এমএসএলে ‘কেপটাউন ব্লিটজ’–এর হয়ে আলো ছড়িয়েছেন এ পাকিস্তানি ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯০ ম্যাচে ৭৭২ রান করার পাশাপাশি বল ঘুরিয়ে ৬৮ উইকেট নিয়েছেন এ তরুণ।

সিলেট সিক্সার্স স্কোয়াড

ডেভিড ওয়ার্নার, সন্দ্বীপ লামিচানে, সোহেল তানভীর, ফাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলাবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির, মোহাম্মদ নওয়াজ, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী অনিক ও মেহেদি হাসান রানা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া