adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাপে থেকেই এগুচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৫০ রানে। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। ৮৮ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার দিনে লড়েছেন কেবল ত্রাভিস হেড। তিনি ১৪৯ বল খেলে ৬ চারে ৬১ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ৮ রান নিয়ে অপরাজিত আছেন মিশেল স্টার্ক। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। ভারতের চেয়ে এখনো তারা ৫৯ রানে পিছিয়ে রয়েছে।

আগের দিন ৯ উইকেট হারিয়ে ২৫০ রান নিয়ে দিন শেষ করা ভারত আজ শুক্রবার সকালে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে। কিন্তু দলীয় সংগ্রহে কোনো রান যোগ না করেই আউট হন মোহাম্মদ সামি। তাতে ২৫০ রানেই ভারতের ইনিংসের যবনিকাপাত ঘটে। বল হাতে অস্ট্রেলিয়ার জস হাজলেউড ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়ন।

জবাবে ব্যাট করতে নেমে শূন্যরানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে ডাক মেরে ফিরে যান অ্যারোন ফিঞ্চ। ৪৫ রানের মাথায় মার্কাস হারিস আউট হন। ২৬ রান করা হারিসকে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। ৫৯ রানের মাথায় শন মার্শকে সরাসরি বোল্ড করেন অশ্বিন। আর ৮৭ রানের মাথায় উসমান খাজাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন ভারতের এই স্পিনার।

এরপর পিটার হ্যান্ডসকমকে সঙ্গে নিয়ে লড়াই করতে শুরু করেন ত্রাভিস হেড। কিন্তু ৩৩ রানের বেশি তুলতে পারেনি এই জুটি। দলীয় ১২০ রানের মাথায় হ্যান্ডসকমকে রিশাব পন্তর হাতে ক্যাচ বানিয়ে ফেরত পাঠান জাসপ্রিত বুমরাহ। ১২৭ রানের মাথায় টিম পেইনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ইশান্ত শর্মা। এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন হেড। দলীয় ১৭৭ রানের মাথায় কামিন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান বুমরাহ। এরপর হেড ও স্টার্ক মিলে দিনের বাকি সময়টুকু পার করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া