adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐক্যফ্রন্টে যোগদান করলেন সাবেক ১০ সামরিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করেছেন ১০ জন সাবেক সামরিক কর্মকর্তা। এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া ছেলে রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টে যোগদান করেন।জাতির ক্রান্তিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন সরকারবিরোধী জোটে যোগদা করছেন তারা। নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয়ও তাদের।

সোমবার বিকেলে ফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের চেম্বার মতিঝিলে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে ড. কামাল হোসেন অল্প সময়ের জন্য ছিলেন। পরে পারিবারিক একটি অনুষ্ঠানের কারণে তিনি বের হয়ে যান।

এসময় গণফোরামের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ১০ জন সাবেক সামরিক কর্মকর্তা গণফোরামের মাধ্যমে আমাদের জোটে যোগদান করেছেন। আমরা একটি লড়াই সংগ্রামের মধ্যে আছি। এই দশজন লড়াইয়ে অবর্তীর্ণ হবেন। বিশেষকরে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে শুভ পরিবর্তনের লক্ষ্যে আমরা ৩০ ডিসেম্বর নির্বাচন যাচ্ছি। বাংলাদেশের জন্য ওই দিনটি চ্যালেঞ্জের।

দশজনের মধ্যে মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট কর্ণেল অব. খন্দকার ফরিদুল আকবর,(পিএসসি এমডিএস), প্রফেসর লেফটেনেন্ট কর্ণেল (অব.) শেখ আকরাম আলি, লেফটেনেন্ট কর্ণেল (অব.) মোহাম্মদ শহিদুল্লাহ পিএসসি এমডিএস, মেজর অব. মাসুদুল হাসান পিএইচডি, মেজর অব. মো. ইমরান
মেজর অব. মো. বদরুল আলম সিদ্দিক পিএসসি, স্কোয়াডন লিডার আলহাজ মো. ফোরকান আলম খান, লেফটেনেন্ট কর্ণেল (অব.) এ এফ এম নুরুদ্দিন পিএসসি,
স্কোয়াডন (অব.) মো. হাবিব উল্লাহ ও স্কোয়াডন লিডার (অব.) মো. মাহমুদ।

ঐক্যফ্রন্টে যোগদান করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার ফরিদুল আকবর বলেন, আমরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দেশের এই ক্রান্তিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ একটি হোমোজেনিয়াস কাট্রি।
ড. কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া