adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডনির হাসপাতালে মাথাও জোড়া লাগিয়ে দেয়

845385bb34729f3084eedf78e1afd03e-04-DOLLS-HOSPITALআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে আছে ১০১ বছরের পুরোনো এক হাসপাতাল। ১৯১৩ সালে যাত্রা শুরু করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই হাসপাতালটির সুনাম ছড়িয়ে পড়ে। দীর্ঘ এই সময়জুড়ে ৩০ লাখেরও বেশি ‘রোগী’র সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু কী সেবা! রোগীদের হাত-পা, এমনকি মাথাও জোড়া লাগিয়েছেন সেখানকার ‘বিশেষজ্ঞ ডাক্তার’র দল! ভাবছেন মাথা আবার জোড়া লাগানো যায় নাকি! সম্ভব পুতুলের মাথা হলে তো জোড়া লাগানো সম্ভবই। এটা যে দুনিয়ার অন্য হাজারো হাসপাতালের মতো মানুষ কিংবা প্রাণীর হাসপাতাল নয়। এটা পুতুলের হাসপাতাল। তবে মানুষের হাসপাতালের মতোই আলাদা আলাদা ওয়ার্ডে বিশেষায়িত ‘চিকিতসা’ দেওয়া হয় এখানকার ‘রোগী’দের।
 অখ‘দ্য ডল হসপিটালে’র বর্তমান কর্ণধার ৬৭ বছর বয়সী জিওফ শেপম্যান। হাসপাতালটি চালু করেছিলেন শেপম্যানের দাদা। পারিবারিক ব্যবসা টিকিয়ে রাখতে তিনিই এখন এর হাল ধরে আছেন। তাঁর সঙ্গে কাজ করছেন আরও ১২ জন কর্মী। যাঁরা প্রতিদিন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা পুতুলের হাত, পা, চোখ, মাথা ইত্যাদি অংশ জোড়া লাগান। একটু ঘুরিয়ে বললে পুতুল ‘সুস্থ করে তোলেন।
4cec2fa9a8a169bfa4724a1af7e4d836-03-DOLLS-HOSPITALআন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে বিশেষ এই পেশা সম্পর্কে জিওফ শেপম্যান বলেন, ‘আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা পুতুল সারিয়ে তুলতে সব করি।’ সেবা নিতে আসা ক্রেতাদের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘এমন ক্রেতাও পেয়েছি, যিনি তাঁর প্রিয় পুতুলটিকে একেবারে নতুনের মতো পেয়ে আনন্দে কেঁদে ফেলেছেন।’
হাসপাতালটির শুর“র কাহিনিও হƒদয় ছোঁয়া। জাপান থেকে জাহাজে করে আসা পুতুলের একটি বড় চালান দুর্ঘটনার কবলে পড়ে। এতে জাহাজে থাকা প্রায় অধিকাংশ পুতুল ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়েই জিওফের দাদা হেরল্ড শেপম্যান সিনিয়রকে সেগুলো মেরামতের একটা উপায় বের করতে হয়েছিল। তখনই শেপম্যান সিনিয়রের মাথায় পুতুলের হাসপাতাল বানানোর চিন্তা আসে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ব্যবসায়ে চাঙাভাব শুরু হয়। কারণ, ওই সময় বিদেশ থেকে পণ্য আমদানিতে অনেক কড়াকড়ি ছিল। আর যুদ্ধের দিনগুলোতে পুতুল পাওয়াও ছিল দুষ্কর। তাই বাচ্চাদের মন রাখতে পুরোনো পুতুল সারিয়েই কাজ চালাতেন মা-বাবারা। প্রথম দিকে ৭০ জন কর্মচারী নিয়ে ব্যবসা শুরু করেন শেপম্যান সিনিয়র।
এখন বয়স্করাই হাসপাতালের প্রধান সেবাগ্রহীতা। পুতুল খেলার সময় পার করে আসারা তাঁদের শৈশবের স্মৃতিবিজড়িত পুতুল সারাতে এই হাসপাতালের দ্বারস্থ হন। বর্তমান পরিচালক জিওফ শেপম্যান এমনই জানালেন। শেপম্যান বলেন, ‘আমাদের প্রায় ৮০ শতাংশ গ্রাহকই “বয়স্ক শিশু”। তাঁরা ছোট থাকাকালীন হয়তো একটি পুতুল দিয়েই খেলতেন। এখনকার বা”চাদের মতো তখন তো প্রতিদিন নতুন নতুন পুতুল পেত না কেউ। এ কারণেই শরীরের কোনো একটি অংশ হারানো পুতুলই এই বুড়োদের কাছে আবেগের এক বস্তু।’ এমন সেবাগ্রহীতার মধ্যে নারী-পুর“ষ সবাই-ই আছেন। তবে বেশির ভাগই নারী বলে জানান জিওফ।
কেরি স্টুয়ার্ট হাসপাতালটিতে কাজ করছেন ২৫ বছর ধরে। নিজের কাজকে চিকিৎসকের অস্ত্রোপচারের সঙ্গে তুলনা করেন তিনি। কেরি বলেন, ‘আমাদের অনেক যন্ত্রপাতি আছে যেগুলো ডাক্তাররা অস্ত্রোপচারের সময় ব্যবহার করেন। প্রায়ই পুতুলের একটি চোখ কিংবা অন্য কোনো অঙ্গ ঠিকঠাকভাবে লাগাতে অনেক সময় লেগে যায়। যতক্ষণ পর্যন্ত নিজের কাজে সš‘ষ্ট না হই ততক্ষণ চেষ্টা করি যাতে ঠিকভাবে পুতুলটি সেরে ওঠে।’
a0fef475f85883cd7fceefa6c6a3e369-05-DOLLS-HOSPITALতবে দিনে দিনে ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। কেরি স্টুয়ার্ট জানালেন কমছে সেবাগ্রহীতার সংখ্যাও। তবু হাল ছাড়ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ওয়েবসাইটে এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, ‘আমার পুতুলটি ওর চোখ, নাক, মুখ এবং অন্য কিছু অংশ হারিয়ে ফেলেছে। তোমরা কী তার এসব সারিয়ে তুলতে পারবে? পারলে সেটা কত সময়ের মধ্যে?’
 উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘হ্যাঁ, আমরা পারব। ওকে একেবারে আগের চেহারা দিতে পারব। ওর চোখে নতুন চশমা লাগিয়ে দেব যাতে ও আবারও দেখতে পায়। ওর নাক সেলাই করে দেব যাতে আগের মতো ও সবকিছুর গন্ধ নিতে পারে। ওর শরীরে নতুন জামা পরিয়ে দেওয়া হবে যাতে করে ওকে আরও সুন্দর এবং ঝকঝকে লাগবে। প্র-আ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া