adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের আগ্রাসী ভুমিকায় সংলাপের পথ বন্ধ হয়ে যাচ্ছে: ফখরুল

image_54355_0ঢাকা: দলের শীর্ষ নেতাদের গ্রেফতার, নির্যা্তন ও সরকারের আগ্রাসী ভুমিকার কারণে সংলাপের পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, “সরকারের বিভিন্ন মহল ও মন্ত্রীরা যে ভাষায় কথা বলছে তাতে চলমান রাজনৈতিক সংকট আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে।”
 
বুধবার রাতে গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যারলয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল গত ৮৪ ঘণ্টার হরতালকে কেন্দ্র  করে দলের স্থায়ী কমিটির সদস্যসহ গ্রেফতাকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী শনিবার সারাদেশে জেলা, উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি মন্ত্রীদের পদত্যাগ নিয়ে সরকার মানুষের সঙ্গে তামাশা করছে।সমগ্র জাতি দেশের বিদ্যমান  রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করছে। তখন তারা  হাতিরঝিলে আতশবাজির উৎসব করে জাতির সঙ্গে বিদ্রুপ করেছে বলে আমরা মনে করি।”

আগামী কর্মসূচি শরিকদলগুলোর সঙ্গে আলোচনা করে পরে ঘোষণা করা হবেও জানান তিনি।

ফখরুলের সংবাদ সম্মেলনের পরই রাত সাড়ে ১১টায় অফিস ত্যাগ করেন খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের নিরাপত্তাবাহিনীর গাড়িতে করে মির্জা ফখরুলও একই সঙ্গে অফিস থেকে বেরিয়ে যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া