adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দুটি দাবি তো ইতিমধ্যেই অপ্রাসঙ্গিক’

ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে নিরাপদ সড়ক অন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বোধয় আপডেট না। এসব আন্দোলনের সময় গ্রেপ্তার সবাই ছাড়া পেয়েছে। মুক্তি পেয়েছে সবাই। শহিদুল আলমের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর (শহিদুল) কথাগুলো আপনারা কেউ পড়েছেন কিনা? একটু পড়ে দেখবেন তাঁর কথাগুলো। পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী হয়েছে।

ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী বলেন, আপনি সংবিধানের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কী কী করা যায়, তাঁর সমাধান আপনি দিন।

সকল দলকে সমান সুযোগ দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো দলের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। আমি নিজেই বলেছি আপনাদের যেন জনসভা করতে দেওয়া হয়। আমার দলের সাধারণ সম্পাদককে বলেছি যে কোনো কর্মসূচিতে যেন বাধা না দেওয়া হয়। প্রয়োজনও লোকও দেব এমন কথাও আমি বলেছি। তাহলে সভা সমাবেশে কোথায় বাধা দেওয়া হয়েছে আপনারা স্পেসিফিক (নির্দিষ্ট) করে বলুন। সবগুলো টেলিভিশনেরই টকশো হচ্ছে। সেখানে বিরোধী দলের নেতারা কথা বলছেন। সরকারের অনেক সমালোচনা করা হচ্ছে। এসব সমালোচনা আমরা শুনছি। এই দুই দাবি তো ইতিমধ্যেই অর্জন করা হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সংলাপ সোয়া নয়টার দিকেও সংলাপ চলছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া