adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনার গাড়ি নিলামে উঠছে

স্পোর্টস ডেস্ক : সবুজ ঘাসে মনমাতানো ফুটবলের পাশাপাশি দিয়েগো ম্যারাডোনার জীবনযাত্রা ছিল অন্যতম চর্চার বিষয়। তার মধ্যে অন্যতম ছিল তার গাড়ির নেশা। তার একটি বিশাল মূল্যের গাড়ি এবার নিলাম হতে চলেছে। প্যারিসের একটি নিলামে আগামী মাসের কোনো একদিন সেটি কেনার সুযোগ থাকছে আমজনতার কাছে। তবে ম্যারাডোনার গাড়ি হওয়ায় আকাশছোঁয়া দাম হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

ম্যারাডোনা এই গাড়ি পেয়েছিলেন ১৯৯২ সালে, স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছ থেকে। সেভিয়ায় আসার পর তাকে নায়কের মতো বরণ করে নেওয়া হয়েছিল। বিশেষত নাপোলিকে দুটি সিরি-আ জেতানো এবং দেশকে একটি বিশ্বকাপ জেতানো এবং অপরটির ফাইনালে তোলার পর ম্যারাডোনার জনপ্রিয়তা তখন তুঙ্গে। ১৯৯২ সালের ৬ নভেম্বর ম্যারাডোনা এই গাড়িটি হাতে পান।

অনুশীলনে যাওয়া এবং ফেরার পথে এই গাড়িই ব্যবহার করতেন ম্যারাডোনা। ফলে সমর্থকদের কাছে সেটি পরিচিত ছিল। পুলিশের হাতে ধরাও পড়েছিলেন একবার। ঘণ্টায় ১৮০ কিমি গতিতে গাড়ি চালানোর সময় তাকে থামায় সশস্ত্র পুলিশ। জরিমানা দেওয়ার পর ছাড়া পান।

ম্যারাডোনা ক্লাব ছাড়ার পর সেটি বিক্রি করে মায়োরকার এক ব্যবসায়ীর কাছে। তিনি সেটি ২০ বছর রেখেছিলেন। এরপর বিভিন্ন ফরাসি ব্যবসায়ীর হাতে ঘুরে সেটি অবশেষে নিলামে উঠছে।- ইন্ডিয়ান এক্সপ্রেস/ জিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া