adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুঙ্কার আর ভয়ঙ্করসব মহড়া। তারই জের ধরে স্বশাসিত তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বেইজিং। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ‘যে কোনো মূল্যে’ এই বিচ্ছিন্নতা ঠেকানোর হুমকি দেন।

এ ব্যাপারে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে বেইজিংয়ে শিয়াংশান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ‘তাইওয়ানের বিষয়টি চীনের স্বার্বভৌমত্ব, ভৌগলিক অখন্ডতা ও মূল স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট।’ তিনি আরও বলেন, ‘এই বিষয়ে বারবার চীনের শেষ সীমাকে চ্যালেঞ্জ করা চরম বিপজ্জনক। কেউ যদি তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাহলে চীনের সামরিক বাহিনী যে কোন মূল্যে প্রয়োজনী ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের মূল ভূখন্ডের অংশ বলে দাবি করে আসছে। তাইওয়ান অবশ্য বিষয়টি স্বীকার করে না। সম্প্রতি দেশটিতে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশও হয়েছে। যুক্তরাষ্ট্র চীনের সামরিক বাহিনীর ওপর একদিকে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং অন্যদিকে, তাইওয়ানকে সমর্থন জানিয়ে দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া