adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরের প্রেসিডেন্ট মুরসির সমর্থনে বিক্ষোভ করায় ৭৫ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : কায়রোর রাবা স্কয়ারের গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে বিক্ষোভ সমাবেশে করায় মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের একজন প্রবীণ নেতাসহ ৭৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সেনা অভিযানে শত শত বিক্ষোভকারীকে হত্যার মাধ্যমে ওই প্রতিবাদ কর্মসূচির শেষ হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা এসাম এল-এরিয়ান এবং মোহাম্মদ বেলতাগিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

প্রখ্যাত ফটোগ্রাফার ও সাংবাদিক মাহমুদ আবু জাইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই ওই পরিমাণ সময় জেলে থাকায় তার এখন মুক্তি পাওয়ার কথা।

শনিবার যাদের সাজার রায় দেয়া হয়েছে তারা নিরাপত্তাজনিত অপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে। তারা সংঘর্ষে উস্কানি ও অবৈধ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বলেও অভিযোগ রয়েছে।

গত ২০১৩ সালের ১৪ আগস্ট কায়রোর রাবা আল-আদাওয়াইয়া স্কয়ারে যৌথবাহিনী বিশাল এক বিক্ষোভ সমাবেশকে ছত্রভঙ্গ করে দেয়। সেখানে কয়েক ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনী ৮০০-এরও বেশি মানুষ হত্যা করে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অয়াচ (আইচআরডব্লিউ) একে ‘মানবতাবিরোধী অপরাধের শামিল’ বলে আখ্যায়িত করেছে।

সরকারি বাহিনী সাঁজোয়া যান, বুলডোজার, এবং কয়েকশ’ সেনা নিয়ে ভোরবেলা ওই আক্রমণ চালায়।

এইচআরডব্লিউর তথ্য মতে, প্রায় ৮৫ হাজার মানুষ ওই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিল। প্রায় ৪৫ দিন ধরে চলা ওই সমাবেশ প্রতিনিয়ত আকারে বড় এবং সুসংগঠিত হচ্ছিল।

মিশরের প্রথম নির্বাচিত সরকার এবং মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির সমর্থকরা ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর কয়েক সপ্তাহ আগে দেশটির সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল।

হত্যাযজ্ঞের দিন এবং এর পরের কয়েক মাসে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া